জমি নিয়ে বিরোধে কক্সবাজারের সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় প্রতিপক্ষের দায়ের কোপে মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জন্নাতুল ফেরদৌস (১৩)।
স্থানীয় চরপাড়া রাবারড্যাম এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন জানান, জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) সঙ্গে তাদের ঝগড়া বাধে। তাতে প্রতিপক্ষের দায়ের কোপে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয় বলে জানান। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিরিচ উদ্ধার করেছে। অভিযুক্তদের কেউ আটক হয়নি। তবে, অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবদুল হালিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে রয়েছেন।
তিনি জানান, আবুল কালামকে ধরতে পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘেরা দিয়ে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। তবে, আজিজুল হকের দাবি, নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরা দিতে গেলে বাধা দেন আবুল কালাম। বেশ কিছুদিন ধরে জমির বিরোধ চলে আসছিল।
আরও পড়ুন- নিক্সন চৌধুরী একটা বাচ্চা ছেলে: কাদের মির্জা
রাত সাড়ে ৯টায় রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।