ফিলিপাইন সাগর থেকে উদ্ধার ৮ বাংলাদেশি

ফিলিপাইন

ফিলিপাইন সাগরে বিপদে পড়া একটি মালবাহী জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার করা হয়েছে । এসব ক্রুর ৮ জন বাংলাদেশি, বাকিরা চীনা নাগরিক বলে জানাগেছে। শনিবার তাইওয়ানের কোস্টগার্ড কর্তৃপক্ষ (সিজিএ) বিষয়টি নিশ্চিত করে।

ফোকাস তাইওয়ান জানায়, পানামায় নিবন্ধিত ওই জাহাজের ক্রুদের উদ্ধার করে তাইওয়ানের একটি মাছ ধরার ট্রলার।

জাহাজটির অবস্থান ছিল ফিলিপাইনের পূর্বে এবং স্বাভাবিকভাবে সেটি ফিলিপাইনের জরুরি সহায়তা পাওয়ার কথা কিন্তু তারা তাইওয়ানের সাহায্য চায়।

সিজিএ’র এক বিবৃতিতে বলা হয়, ইয়ং ফেং নামে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন লাগার পর বুধবার একটি জরুরি কল পান তারা। তাইওয়ানের সর্বদক্ষিণে প্রায় ৪৮৫ নটিক্যাল মাইল দূরে প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন সাগরে বিপদে পড়ে ইয়ং ফেং।

মিন ফা ইয়ো নামে তাইওয়ানের মাছ ধরার একটি ট্রলার ইয়ং ফেং থেকে মাত্র দুই ঘণ্টার দূরত্বে ছিল। তাদের নির্দেশ দেওয়া হয় বিপদে পড়া জাহাজের ক্রুদের উদ্ধার করতে।

পানামায় নিবন্ধিত হলেও ইয়ং ফেংয়ের মালিক একটি চীনা কোম্পানি। জাহাজটি কাঠ নিয়ে চীন থেকে পাপুয়া নিউগিনির দিকে যাচ্ছিল।

আরও পড়ুন :- পুনরায় উগান্ডায় প্রেসিডেন্ট মুসেভেনি নির্বাচিত