এ বছর সামরিক শক্তিতে শীর্ষ যে ১০ দেশ

সামরিক

বিশ্বের কোন কোন দেশ সামরিক শক্তিতে কত নম্বরে অবস্থান করছে ২০২১ সালের সে তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)।

এতে দেখা গেছে, প্রতিবছরের মতো যুক্তরাষ্ট্র এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১০-এ। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম। তালিকায় ১৩৮টি দেশের মধ্য বাংলাদেশের অবস্থান ৪৫ নম্বরে।

৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে জিএফপি নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২১ : মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ তালিকা প্রকাশ করে।

১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ, ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।

তালিকায় থাকা শীর্ষ ১০ দেশের নামগুলো-
১. যুক্তরাষ্ট্র
২. রাশিয়া
৩. চীন
৪. ভারত
৫. জাপান
৬. দক্ষিণ কোরিয়া
৭. ফ্রান্স
৮. যুক্তরাজ্য
৯. ব্রাজিল
১০. পাকিস্তান

আরও পড়ুন :-  সবচেয়ে বড় যুদ্ধজাহাজ উন্মোচন করলো ইরান