ঝিনাইদহের শৈলকুপায়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী লিয়াকত আলী বল্টু হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বুধবার রাত সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে। নিহত বল্টু আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই ও শৈলকুপা উপজেলার ষষ্টিবার গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। বর্তমান তারা কবিরপুরে বসবাস করছেন।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও অপর প্রার্থী আলমগীর হোসেন খান বাবুর সর্মথকরা কবিরপুর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হন প্রার্থী শওকত আলীর ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বল্টু। কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানা গেছে, এই নির্বাচনে শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালাচ্ছেন। তারা উভয় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
আরও পড়ুন- চট্টগ্রামে সংঘাতে নিহতের ঘটনায় আটক ২৬