দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ আটক করেছে ইরান

তেলবাহী জাহাজ

হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ প্রবেশ করলে ইরানের বিপ্লবী গার্ড সেই জাহাজ আটক করে। তেলবাহী জাহাজ আটকের ফলে দুই দেশের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার এই জাহজটি অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দেশটি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি নিয়ে কথা বলতে হরমুজ প্রণালীতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যদের একটি প্রতিনিধি দল এরই মধ্যে ইরানে গেছে।

ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ আইন লঙ্ঘন করার অভিযোগে ২০ জন ক্রুসহ হানকুক চেমি নামের জাহাজটি ওমান উপকূলের কাছ থেকে আটক করেছেন তারা।