পারস্য উপসাগরে কোরিয়ার জাহাজ আটক করল ইরান

কোরিয়ার জাহাজ

সৌদি থেকে ছেড়ে আসা দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ পারস্য উপসাগর থেকে আটক করেছে ইরান।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে সমুদ্র পরিবেশ বিষয়ক আইন ভঙ্গ করার কারণে জাহাজটি আটক করা হয়েছে । খবর তেহরান টাইমস ও ইরনার।

সোমবার এক বিবৃতিতে আইআরজিসি’র নৌ শাখা জানিয়েছে, হরমুজগান প্রদেশের বন্দর ও সমুদ্র বিভাগের অনুরোধে এবং প্রাদেশিক প্রসিকিউটরের নির্দেশে জাহাজটি আটক করা হয়।

এতে বলা হয়, সৌদি আরবের জুবাইল বন্দর থেকে দক্ষিণ কোরিয়ার হানকুক কেমি নামের একটি জাহাজ ছেড়ে আসে। জাহাজটি থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পারস্য উপসাগরের পানি দূষিত করছিল।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের ক্রু ছিলেন এবং তাদের সবাইকে আটক করা হয়েছে।

বর্তমানে সেটি ইরানের বন্দর আব্বাসে আটক রয়েছে। বিষয়টি আরো তদন্তের জন্য ইরানের বিচার বিভাগের হাতে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন- ডোপ টেস্টে চাকরিচ্যুত হলেন ৬ পুলিশ সদস্য