ডোপ টেস্টে চাকরিচ্যুত হলেন ৬ পুলিশ সদস্য

র‍্যাবের

দিনাজপুরে কর্তব্যরত ছয় পুলিশ কনস্টেবলের ডোপ টেস্টে শরীরে মাদকের নমুনা পাওয়ায় স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে জেলা পুলিশ।

দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাদকমুক্ত সমাজকে গড়ে তুলতে পুলিশ বদ্ধ পরিকর। আর সমাজকে মাদকমুক্ত করতে হলে আগে নিজেদের মাদকমুক্ত রাখতে হবে। এ জন্যই নিজেদের মধ্যে শুরু হয়েছে শুদ্ধি অভিযান।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর প্রথম ধাপে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার ৩৪ জন পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়। এর মধ্যে ছয় জনের শরীরে মাদকের নমুনা শনাক্ত হয়। পরবর্তীতে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করে গত ৩১ ডিসেম্বর ওই ছয় পুলিশ কনস্টেবলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘দ্বিতীয় ধাপে আরও ডোপ টেস্টের প্রক্রিয়া চলছে। এই টেস্টে কোনো পুলিশ সদস্যর শরীরে মাদক শনাক্ত হলে ছাড় দেওয়া হবে না। ক্রমান্বয়ে জেলার সব পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী মাদকে বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’

চাকরিচ্যুতরা যাতে পারিবারিক ও সামাজিকভাবে হেয় না হন, সেজন্য তাদের নাম প্রকাশ করতে চাননি আনোয়ার হোসেন।

আরও পড়ুন- চাকরি হারাচ্ছেন ২৬ পুলিশ সদস্য