এক দফা বন্যার রেশ কাটতে না কাটতেই দেশে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে এ মাসের শেষে ফের স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্ট মাসে হতে পারে দীর্ঘমেয়াদি বন্যা।
পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে। দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হয়ে মধ্যভাগ নাগাদ স্বাভাবিক হয়ে আসতে পারে। এ মাসের শেষার্ধে মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আরো পড়ুন- দেশে কিটের সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী