২০৩০ সালে রোজা হবে ৩৬ দিন !

Ramadan

আরবি মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। রমজান মাস এর বাইরে নয়। তবে ২০৩০ সালে রমজান মাস ৩৬ হয়ে যাবে! আর তাই রোজা হবে ৩৬ দিন

রমজান মাস ঠিকই থাকবে। তবে সেই বছরের শুরু ও শেষে দুই বার দেখা মিলবে রমজান মাসের।আর তাতে মুসলমানরা একই বছর ৩৬ দিন রোজা পালন করবে। এমন খবর জানিয়েছেন সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগরে জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ।

সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ টুইটারে লিখেছেন, ২০৩০ সালের ৫ জানুয়ারি মোতাবেক ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে।এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে বলে আশা করা যায়। আবার একই বছর ২৬ ডিসেম্বর মোতাবেক ১৪৫২ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। তাতে ডিসেম্বরে মুসলমানরা ৬ দিন রোজা পালন করবে। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।

এমনটি হওয়ার কারণ ব্যাখ্যা করে এ অধ্যাপক বলেন, চন্দ্র আর সৌরবর্ষের মধ্যে প্রতি বছর ১১ দিন ব্যবধান থাকে। চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিন হয়ে থাকে। আর সৌরবর্ষের মাসগুলো ৩০ ও ৩১ দিনে নির্ধারিত।

সেজন্য বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়।এভাবেই ২০৩০ সালের রমজান মাসের শুর হবে দুই বার। আরো জানুন