চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রুপসা দঃ ইউনিয়নে ‘চরমান্দারী যুব সংঘ’ এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করে।
সংগঠনের সদস্যদের তথ্যের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে অসহায় ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের তালিকা সংগ্রহ করে তাদের হাতে ত্রান তুলে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি বিল্লাল গাজি, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাজি, পরিচালক এইচ এম মুহিবুল্লাহ মুহিব সহ উপস্থিত থেকে সদস্যদের নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় সংগঠনের সভাপতি বিল্লাল গাজী বলেন, চরমান্দারী যুব সংঘ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে,তারি অংশ হিসেবে আমাদের আজকের এ ত্রান বিতরন।
আরো পড়ুন : গত ২৪ ঘণ্টায় দেশে তিনজন মৃত, শনাক্ত ৫৮
তিনি আরো বলেন, ইনশাআল্লাহ আমাদের সমাজের বিত্তবান ও প্রবাসি সদস্যরা সবসময় সহযোগীতা করলে এ ধরনের কর্মকান্ড আরো গতীশিল হবে বলে আমি মনে করি,আমি বিশেষভাবে ধন্যবাদ যানাই আমাদের প্রবাসি সদস্যদের, কারন তারা সবসময় আমাদেরকে সর্বোচ্ছো সহযোগীতা করে থাকে।