নারায়ণগঞ্জের ফতুল্লায় এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে ইসলামী ব্যাংক।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকের ১০০০তম এই এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনের কথা জানানো হয়।
ফতুল্লার বাংলাবাজারে আউটলেটটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল।
ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মাহবুব আলম, শিক্ষাবিদ হুমায়ুন কবির, ব্যাংকের নিতাইগঞ্জ শাখাপ্রধান রিয়াজুল ইসলাম ও ব্যাংকের এজেন্ট মো. সেলিম মিয়া বক্তব্য দেন।