গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত বিপ্লব এর বাম্পার ফলন

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় কৃষক মিজানুর রহমান এর মাঠে বাংলাদেশের অন্যতম সেরা বীজ প্রতিষ্ঠান এসিআই সীড এর প্রদর্শনী প্লটে গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত বিপ্লব এর বাম্পার ফলন হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি, ২০২৩) প্রায় শতাধিক কৃষক, বীজ ডিলার এবং রিটেইলার এর উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

দেশে বর্তমানে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ৩৫ লক্ষ মেটিকটন। সেখানে আমাদের দেশে ২.৩৭ লক্ষ হেক্টর জমিতে পেঁয়াজের মোট উৎপাদন হচ্ছে ২৫-২৬ লক্ষ মেট্রিকটন। ফলে প্রতি বছর প্রায় ১০ লক্ষ টন পেঁয়াজ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশে পেঁয়াজ উৎপাদনে স্ব-নির্ভর হওয়ার ক্ষেত্রে গ্রীষ্মকালীন পেঁয়াজ বিপ্লব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে।

দেশে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এসিআই গত ২-৩ বছর দেশের বিভিন্ন অঞ্চলে অভিযোজন পরীক্ষার মাধ্যমে “বিপ্লব” নামে অত্যন্ত সম্ভাবনাময় গ্রীষ্মকালীন একটি পেঁয়াজের জাত নির্বাচন করে, যার হেক্টর প্রতি ফলন ৩০-৩২ মেট্রিক টন, অথচ দেশে পেঁয়াজের গড় ফলন ১০.৮২ মেট্রিক টন/হেক্টর। “বিপ্লব” উচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টি সহনশীল জাত, যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চাষ করা যায়। জাতটি চারা লাগানোর ১০০-১১০ দিনের মধ্যে উত্তোলন করা যায়। এটি রোগবালাই সহনশীল, উচ্চ ফলনশীল একটি জাত যা চাষ করলে একদিকে কৃষক যেমন লাভবান হবে, তেমনি দেশে পেঁয়াজের ঘাটতি মেটানোও সম্ভব হবে।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সালমা জাহান নিপা উপজেলা কৃষি অফিসার, শ্রীপুর, মাগুরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা কামাল, কান্ট্রি ম্যানেজার, ইষ্ট ওয়েষ্ট সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

আরও উপস্থিত ছিলেন ইউসুফ আলম, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার, এসিআই সীড; মহিবুল্লাহ ইবনে হক, পিডিএস ম্যানেজার, ইষ্ট ওয়েষ্ট সীড; মোন্নাফ হোসেন, এরিয়া ম্যানেজার, এসিআই সীড; জাহাঙ্গীর হোসেন জুয়েল, ফার্ম ম্যানেজার, ইষ্ট ওয়েষ্ট সীড সহ কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।