ফেসবুকে গুজব ছড়ানোয় সিলেটে গ্রেফতার ৭

ফেসবুকে গুজব ছড়ানোয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগুন নিয়ে গুজব প্রচারের অভিযোগে সিলেটের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৭ জনকে গ্রেপ্তারের তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, শনিবার ও রোববার সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নগরের শাহরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, গত ২২ জুলাই মধ্যরাতে সিলেটের আকাশে আগুনের শিখা দেখা যায়। শহরতলীর লাক্কাতুরা এলাকায় শেভরনের নিয়ন্ত্রাধীন গ্যাসক্ষেত্রে সংস্কার কাজের কারণে এ অগ্নি শিখার উৎপত্তি হয়। কিন্তু সেই অগ্নি শিখাকে অভিযুক্তরা ফেসবুকে প্রচার করেন সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিথ্যে এই প্রচারণায় এতে নগরী ও আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়ানোর ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানায় র‍্যাব।