লকডাউন চলাকালে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ

লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। এসময় মালবা‌হী ছাড়া যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শ‌নিবার বিকা‌লে রেলমন্ত্রী বলেন, কো‌নো যাত্রীবা‌হী ট্রেন চলাচল কর‌বে না। লকডাউ‌নে পূ‌র্বের মতো সব যাত্রীবা‌হী ট্রেন চলাচল বন্ধ থা‌কবে। ত‌বে মালবা‌হী ট্রেন চলাচল কর‌বে। বি‌শেষ প‌রি‌স্থি‌তিতে শুধুমাত্র ত্রাণ কিংবা যে কো‌নো দুর্যোগ মোকাবিলায় বি‌শেষ ট্রেন চালা‌নো হ‌বে। এ জন্য‌ বি‌শেষ ট্রেন প্রস্তুত রাখা হ‌বে।
রেলমন্ত্রী আরও বলেন, বর্তমা‌নে ৯২‌টি যাত্রীবা‌হী ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প কারখানা খোলা রেখে সোমবার কিংবা মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে লকডাউন দেওয়ার বিষয়ে কাজ চলছে। সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানান তিনি।

আরো পড়ুন- লকডাউন চলাকালে যা যা খোলা থাকবে‌