লেবুর হালি ৮০ টাকা !

বাজার করতে কাঁচা বাজারে এসে সব পণ্যের বাড়তি দাম দেখে হতাশ ক্রেতারা। বাজারে সব কিছুর এতো দাম যে পুরো সপ্তাহের বাজার না করে মাত্র দুতিন দিনের জন্য বাজার করতে দেখা গেলো অনেককে। ক্রেতারা বলছেন দাম কমলে আবারও বাজার করবো। সবচেয়ে বেশি অবাক হতে হলো লেবু কিনতে গিয়ে।

এক হালি লেবুর দাম ৮০ টাকা! তারমানে একটি লেবুর দাম ২০ টাকা পড়ছে। লেবুর দামই যদি এতো বেশি হয় তাহলে সাধারণ মানুষ আর লেবু কিনতে পারবে না। আর মাছ, মাংস, চাল, তেল এসবের কথা তো বাদই দিলাম।
লেবুর দামের বিষয়ে কাঁচাবাজারের ব্যবসায়ী মনির হোসেন বলেন, গত সপ্তাহে লেবুর দাম উঠেছিল ১০০ টাকায়। আজ বিক্রি হচ্ছে ৮০ টাকা হালি। আসলে বাজারে লেবু কম। তাই দাম বেশি। আমাদেরও পাইকারি বাজারে বেশি দামে লেবু কিনতে হচ্ছে।

বাজার ঘুরে আরও দেখা গেছে, দেশি লেবু প্রতিটি বিক্রি হচ্ছে ২০ টাকায়। হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তবে কাগজি লেবুর দাম তুলনামূলক কম। এ জাতের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।