ক্রেতা থাকলেও বিক্রেতা নেই ৩ কোম্পানির

holted

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। বৃহস্প্রতিবার, (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ এর দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য ক্রেতা থাকলেও বিক্রেতার খোঁজ মিলছে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো :দ্য পেনিনসুলা চিটাগং, লুবরেফ বিডি ও ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড।

তথ্য সূত্র মতে, আজ বেলা ১১ টা পর্যন্ত দ্য পেনিনসুলা চিটাগংর স্ক্রিনে ১০ লাখ ৭০ হাজার ৩১১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। উল্লেখ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে লুবরেফ বিডির স্ক্রিনে ৪ লাখ ৮৬ হাজার ৬৭২টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। উল্লেখ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ইনডেক্স অ্যাগ্রোর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। এত কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।