ক্রেতা নেই ১৩৮ কোম্পানির

holted

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন লেনদেন শুরুর দিকে কোম্পানিগুলোর ক্রেতা থাকলেও ধীরে ধীরে কোম্পানিগুলো ক্রেতাশূন্য হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৪টি কোম্পানি ক্রেতাশূন্য। শেয়ারবাজারে অন্যতম মৌলভিত্তির শেয়ার ব্যাংকিং খাত। তবে এই খাতের শেয়ারে আগ্রহ নেই বিনিয়োগকারীদের। এ খাতের ২০ কোম্পানির মধ্যে ২৪ কোম্পানি ক্রেতাশূন্য।

শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা বাড়লেও এ খাতেও তেমন আগ্রহ নেই বিনিয়োগকারীদের। তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২১টিই ক্রেতাশূন্য। এদিকে ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ১২ কোম্পানি, আর্থিক খাতের ১১টি, বীমা ও ফার্মা খাতের ৮টি, খাদ্য খাতের ৭টি, ট্যানারি ও জ্বালানি খাতের ৩টি, সিমেন্ট, বিবিধ খাতে ২টি এবং আইটি, টেলিকমিউনিকেশন এবং পেপার খাতে ১টি করে কোম্পানি।