শেয়ারবাজারের আকার ছাড়াবে ৮ লাখ কোটি: বিএসইসির চেয়ারম্যান

নিজস্ব প্রতি‌বেদক: শেয়ারবাজারের আকার দিন দিন বাড়তেই থাকবে। শেয়ারবাজারের আকার বেড়ে ৮ লাখ কোটি টাকা হবে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

গেল দিন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) আয়োজিত ‘রিং দ্যা বেল অফ ডিবাট ট্রেডিং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইনভেস্টরস’ ক্লেইম সেটেলমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, মিউচুয়াল ফান্ডগুলো বিনিয়োগকারীদের ডি‌ভি‌ডেন্ড না দেওয়ায় বিশাল সংখ্যক মানুষ শেয়ারবাজার বিমুখ। মিউচুয়াল ফান্ডের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে ক‌মিশন কাজ করছে কমিশন।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন সিএমএসএফ চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান, ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।