দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭২টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেন্ট্রাল ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১২ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৪৪ শতাংশ বেড়েছে। এতে করে সেন্ট্রাল ফার্মা শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: শাহজিবাজার পাওয়ার ৯.১৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৮.৭৩ শতাংশ, বিডিকম ৭.৯৯ শতাংশ, সী-পার্ল হোটেল ৭.৮৯ শতাংশ, ইন্দোবাংলা ফার্মা ৭.২১ শতাংশ, বসুন্ধরা পেপার ৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৬.৭৩ শতাংশ, জেএমআই হসপিটাল ৫.৯৭ শতাংশ এবং আমরা টেকনোলজি ৫.৬৩ শতাংশ দর বেড়েছে।