আজ ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ফুটবলের কোনো সাফল্যের উপলক্ষে পুরো দেশবাসী আন্দদিত হয়ে উঠে। কারন বাঙালি ফুটবলপ্রেমী জাতি। বাংলাদেশ নেপালের কাঠমন্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনাল খেলবে আজ বিকেলে।

এই ফাইনালের দিকে তাকিয়ে গোটা দেশ। সোমবার বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় শুরু ম্যাচটি ইলেভেন স্পোর্টস অনলাইনে সরাসরি দেখা যাবে।

ইতিহাসের সামনে দাড়িয়ে সাবিনারা। এই ম্যাচের আগে খেলোয়াড়দের প্রতি অধিনায়কের বার্তা,‘আমি প্লেয়ারদেরকে একটি কথাই বলেছি, ফাইনাল জিততে পারলে যে কোন কিছুই হতে পারে। তারা এখন বড় হয়েছে। তারা এখন গেম ধরতেও পারে। আমরা যেভাবে খেলে আসছি ম্যাচ বাই ম্যাচ। অবশ্যই চেষ্টা থাকবে শিরোপা জেতার।’

নেপালের অধিনায়কও শিরোপা জিততে বদ্ধপরিকর, ‘প্রথমবার ভারতের সঙ্গে জিতেছি। আমরা উপভোগ করেছি। আমরা কথা বলতে চাই না। মাঠের খেলাতেই প্রমাণ করতে চাই।’