সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে লেনদেন

বেড়েছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক: শেয়ার বেচাকেনার মাধ্যমে অর্জিত মূলধনী আয় করমুক্তই থাকছে, এমন খবরে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের শেয়ারবাজারে চলছে লেনদেন।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২২ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। সূচক বাড়লেও লেনদেনে ধীরগতি । আজ প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে সোয়া ৩০০ কোটি টাকা। গেল দিন একই সময়ে লেনদেন হয়েছিল সাড়ে ৪০০ কোটি টাকার বেশি।

গেল বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের জন্য আয়কর পরিপত্র প্রকাশ করে। এই আয়কর পরিপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ায় শেয়ারবাজারে। ফলে সূচক কমে যায়।