আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

এসএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক: বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে। যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ঘণ্টা  এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। এবার সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবের মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না, তবে ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ পরীক্ষার কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন না।