‘সাসটেইনেবল ফিন্যান্স’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে ভার্চুয়াল সেমিনার

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘সাসটেইনেবল ফিন্যান্স-চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন, সেল ও শাখা প্রধানগণ সহ বিভিন্ন শাখার ২৪৩ নির্বাহী ও কর্মকর্তা সেমিনারে অংশগ্রহণ করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সেমিনারটি উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি ব্যাংকিংয়ের ক্ষেত্রে সাসটেইনেবল ফিন্যান্সের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী নির্বাহী ও কর্মকর্তাদের নির্দেশ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।