ডিএসইর শোকজের কবলে ফাইন ফুডস

লেনদেন বহাল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডসের শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মনে করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ডিএসই। নোটিশের জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বাড়ছে।

বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল ১৪ আগস্ট ২০২২ কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা। আর ০৮ সেপ্টেম্বর ২০২২ ক্লোজিং দর হয়েছে ৫৯ টাকা ৬০ পয়সা। মাত্র ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ টাকা ৭০ পয়সা বা ৩২.৭৩ শতাংশ। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।