এশিয়া কাপের ফাইনাল আজ

নিজস্ব প্রতিবেদক: মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে আজ রোববার (১১ সেপ্টেম্বর) রাত ৮ টায় অনুষ্টিত হতে যাচ্ছে ফাইনাল ম্যচ। পাকিস্তান-শীলংকার মহারণ দিয়ে শুরু হতে যাচ্ছে আজকের এই লড়াই।

চলমান এশিয়া কাপের ফাইনাল ভারত-পাকিস্তান হবে, এমনটাই ধারণা করেছেল প্রায় অনেকেই। সবাইকে অনেকটা হতবাক করেই এবারের এশিয়া কাপের ফাইনালে ওঠেছে লঙ্কানরা। তবে লঙ্কানদের শুরুটা মোটেও ভালো হয়নি। আন্ডারডগ হিসেবে আসর শুরু করা দলটি একের পর এক কৃর্তি ঘটিয়ে এখন শিরোপার স্বপ্ন দেখছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশকে নাটকীয় ম্যাচে হারিয়ে সুপার ফোরে ওঠে শানাকার দল। এরপর আর কোনো ম্যাচ হারেনি তারা।

অন্যদিকে টুর্নামেন্টের শুরুটা হার দিয়ে করলেও সুপার ফোরে উঠে ঘুরে দাঁড়াল পাকিস্তান। এদিকে এশিয়া কাপের দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে রোববার (১১ সেপ্টেম্বর) তাদের সামনে ষষ্ঠ শিরোপার হাতছানি। অন্যদিকে পাকিস্তান এশিয়া কাপ জিতেছে মাত্র দুবার। ফাইনালে উঠেছে ১০ বছর পর। কিন্তু বিশ্ব ক্রিকেটে গেল কয়েক বছরে পাকিস্তান যতটা এগিয়েছে, ততটাই পিছিয়েছে শ্রীলঙ্কা। এ জন্যই বলা হচ্ছে, এবারের এশিয়া কাপে পুনর্জন্ম হয়েছে লঙ্কান ক্রিকেটের।