১০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ফরেন কারেন্সি ডেনোমিনিটেড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০ কোটি টাকার বন্ড ইস্য করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, বন্ডটির মেয়াদ ৭ বছর হবে। ব্যাংকের মূলধন শক্তিশালী করার জন্য ব্যাসেল-৩ এর অধীনে বন্ড ইস্যু করবে। ব্যাংকটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।