গেল সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

বিদেশি বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৬৮টি কোম্পানির দর বেড়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেল সপ্তাহের কর্মদিবসে ওরিয়ন ইনফিউশনের কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩১০ টাকা ৩০ পয়সা। লেনদেনের শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৪১৯ টাকা। এর আগের সপ্তাহ থেকে দর বেড়েছে ১০৮ টাকা ৭০ পয়সা বা ৩৫.০৩ শতাংশ। এতে করে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: কোহিনূর কেমিক্যাল ৩২.৮২ শতাংশ, বিকন ফার্মা ২৬.০২ শতাংশ, ওরিয়ন ফার্মা ২০.১৩ শতাংশ, সোনালী আঁশ ১৮.২১ শতাংশ, সী-পার্ল হোটেল ১৬.৮৭ শতাংশ, ইবনে সিনা ফার্মা ১৩.৩৪ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্স ১৩.১৫ শতাংশ, ফাইন ফুডস ১৩.০৯ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স ১০.৬০ শতাংশ দর বেড়েছে।