প্রথম ঘন্টায় লেনদেন ৫৫৮ কোটি টাকা

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে শেষ কর্মদিবস বৃহস্প্রতিবার (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসেইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ বেলা ১০টা পর্যন্ত ডিএসইতে ৫৫৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৭৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭১ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪টির।