সূচকের অগ্রগতি হলেও লেনদেনে ভাটা।

দেশ সমাচার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের অগ্রগতি হলেও লেনদেনে ভাটা পড়েছে।

এদিন সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩০৬ পয়েন্টে।

এদিকে, লেনদেন অংশ নেয় ৩৬৭ টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১২৭ টির, দর কমেছে ১৪৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৪ টির।

ডিএসইতে এক হাজার ৩১৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কর্মদিবস থেকে ৮৫ কোটি ৬১ লাখ টাকা কম। আগের কর্মদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪০০ কোটি ৬৬ লাখ টাকার।

এছাড়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপিআই এদিন ৮৪ পয়েন্ট বেড়েছে আজ সিএসইতে ৩০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।