দর কমেছে যেসব কোম্পানির

কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনারগাঁও টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে সোনারগাঁও টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৭২ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৫ টাকা ১০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ কমেছে। এতে করে সোনারগাঁও টেক্সটাইল শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো:ইস্টার্ন হাউজিংয় ৯.৮৯ শতাংশ, আরএসআরএম স্টিল ৯.৬৪ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ৯.১৮ শতাংশ, বসুন্ধরা পেপার ৮.৯০ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মা ৭.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্স ৭.০৫ শতাংশ, ইউনিক হোটেল ৭.০৪ শতাংশ, ন্যাশনাল পলিমার ৬.৩৯ শতাংশ, ই-জেনারেশন ৫.৬১ শতাংশ দর কমেছে।