জেএমআই হসপিটালকে ডিএসইর শোকজ

জেএমআই হসপিটাল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটালের শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ারদর বাড়ায় কোম্পানিটিকে এর কারণ জানার জন্য শোকজ করেছে ডিএসই।

গেল দিন শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বেড়েছে।

বাজার পর্যালোচানায় দেখা যায়, গেল মাসের ১১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৭০ টাকা ৮০ পয়সা। ৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৯৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।