দর কমেছে যেসব কোম্পানির

পতন থামছেই না

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১৬৬ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫০ টাকা ১০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৪০ পয়সা বা ৯.৮৪ শতাংশ কমেছে। এতে করে ডেল্টা লাইফ ইন্সুরেন্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইন্ট্রাকো সিএনজি ৮.৭১ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজ ৭.৬০ শতাংশ, আমান কটন ৭.৫০ শতাংশ, ম্যাকসন্স স্পিংয় ৭.৩৩ শতাংশ, ঢাকা ডায়িংয় ৭.০৭ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্স ৭.০২ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ৬.৯৮ শতাংশ, আরএসআরএম স্টিল ৬.৯৩ শতাংশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ৬.৭৭ শতাংশ দর কমেছে।