সপ্তাহজুড়ে দর বেড়েছে যেসব কোম্পানির

share bazar4

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৮৩টির দর কমেছে, ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৭টির লেনদেন হয়নি। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের উদ্বোধনী দর ছিল ২২০ টাকা। শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩১০ টাকা ৩০ পয়সা। এর আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৯০ টাকা ৩০ পয়সা বা ৪১.০৫ শতাংশ। এতে করে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: স্টার্ন হাউজিংয় ৩৮.৯০ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মা ২৬.৭৮ শতাংশ, বসুন্ধরা পেপার ২৬.৩৫ শতাংশ, আমান কটন ২০.৫১ শতাংশ, এপেক্স ফুডস ২০.৪৬ শতাংশ, ন্যাশনার টি কোম্পানি ১৯.৬৪ শতাংশ, মেট্রো স্পিনিংয় ১৭.৫৩ শতাংশ, ন্যাশনাল পলিমার ১৭.২৯ শতাংশ, মালেক স্পিনিংয় ১৬.৯৯ শতাংশ, দর বেড়েছে।