ডিম-মুরগিতে লোপাট ৫১৮ কোটি

নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে গেল ১৫ দিনে একটি চক্র ডিম ও মুরগির বাজার থেকে ৫১৮ কোটি ৫০ লাখ টাকা লোপাট করেছে বলে অভিযোগ বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনর।

গেল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দেশের প্রান্তিক খামারি ও ডিলারদের সংগঠনটির নেতারা। তাঁরা বলেন, এই চক্রটি পরিকল্পিতভাবে ডিম, মুরগি ও বাচ্চার দাম বাড়িয়েছে।
পোলট্রি অ্যাসোসিয়েশনর সভাপতি সুমন হাওলাদার বলেন, দেশের পোলট্রি খাত মাফিয়া চক্রের হাতে চলে গেছে।

১০ থেকে ১২টি বড় কোম্পানি যৌথভাবে এই চক্র তৈরি করেছে। তারা পরিকল্পিতভাবে দেশের প্রান্তিক খামারিদের ধ্বংস করতে চাইছে। এরই মধ্যে পরিকল্পিত চক্রান্তে দেশের প্রায় অর্ধেক প্রান্তিক খামার বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত যারা ঠিকে আছেন, তাঁরা ডিম ও মুরগি উৎপাদন করলেও দাম নির্ধারণ করতে পারেন না। এ দাম নির্ধারণ করে দেয় বড় বড় কোম্পানিগুলো।