রায়পুরে প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

নুর উদ্দিন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মিজান উদ্দিনকে শারীরিক নির্যাতন ও তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১২ টার দিকে আইডিয়াল স্কুলের সামনে প্রাক্তন ও বর্তমাম শিক্ষার্থী, শিক্ষকদের যৌথ উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত রবিবার ১৪ আগষ্টে তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন কে গ্রেফতার করে করে পুলিশ। পরে তাকে জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

তাছাড়া, মিজান উদ্দিনকে গ্রেফতার হওয়ার আগেই শারীরিক ভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। তবে স্কুলের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থীরা ও তার স্ত্রীর দাবি করেন বলেন, মিজান উদ্দিন ষড়যন্ত্রের শিকার।