দর বেড়েছে যেসব কোম্পানির

পতন থেমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ২৩৭টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ক্লোজিং দর ছিল ১২৯ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪১ টাকা ৩০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ২০ পয়সা বা ৯.৪৫ শতাংশ বড়েছে। এতে করে ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনারগাঁও টেক্সটাইল ৯.২৩ শতাংশ, প্রাইমটেক্স ৮.৯৮ শতাংশ, কেএন্ডকিউয় ৮.৬৮ শতাংশ, মেনোস্পুল পেপার ৮.৪৮ শতাংশ, সিনোবাংলা ৮.৪১ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ৬.৭৭ শতাংশ, কপারটেক ৬.৪৫ শতাংশ, এস্কোয়ার নীট ৬.২৮ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক ৬.১০ শতাংশ শেয়ার দর বেড়েছে।