এক সপ্তাহে মূলধন কমেছে ১০ হাজার ২১০ কোটি টাকা

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ জুড়ে দেশের শেয়ারবাজারে টানা দরপতন হয়েছে। এই দরপতনে লেনদেনে অংশ নেয়া প্রায় সব কোম্পানিরই শেয়ারের দাম কমেছে। ঢাকা স্টক এক্সেঞ্জে সূচক ও লেনদেন দুটোই কমেছে। তাতে বিনিয়োগকারীদের মূলধন কমেছে ১০ হাজার ২১০ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক তার আগের সপ্তাহের চেয়ে ১৬৩ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৬ হাজার ১৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৩ হাজার ৪৭৭ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার ৫৪ টাকা। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩ হাজার ২৬৬ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৭৪২ টাকায়। অর্থাৎ মূলধন কমেছে ১ দশমিক ৯৯ শতাংশ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এবং পুঁজিবাজারে ফ্লোর প্রাইস থাকছে না— এমন গুজরের কারনেই শেয়ারবাজারে দরপতন হয়েছে। আরও দরপতন হতে পারে এই ভয়ে বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে টাকা উঠিয়ে নিয়েছে। ক্রেতার তুলনায় বিক্রেতা কম থাকায় শেয়ারের দাম কমেছে। ফলে বিনিয়োগকারীদেরও মূলধন কমেছে।