লঞ্চের ভাড়া দ্বিগুণ নয়, গেজেট প্রকাশ বুধবার

ঈদের বিশেষ লঞ্চ
লঞ্চ: ফাইল ছবি

নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। তবে লঞ্চ মালিকদের দাবি অযৌক্তিক বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব মো. মোস্তফা কামাল।

আজ সোমবার, (৮ আগস্ট, ২০২২) দুপুরে নৌ মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে লঞ্চ মালিক সমিতির বৈঠকের পর তিনি এ কথা জানান। বৈঠক শেষে নৌ পরিবহন সচিব জানান, জ্বালানির মূল্য বাড়ানোর কারণে লঞ্চ মালিকের দাবির পরিপ্রেক্ষিতে লঞ্চের যাত্রী ভাড়া পুনঃনির্ধারণে একটি কমিটি গঠন হয়েছে। এই কমিটি যাচাই-বাছাই করে মূল্য নির্ধারণ করবে।

আগামী বুধবার (১০ আগস্ট) নতুন ভাড়ার বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। তবে যাত্রীর লঞ্চভাড়া দ্বিগুণ করার যে প্রস্তাব দিয়েছে মালিক সমিতি তা অযৌক্তিক। তিনি জানান, নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত আগের ভাড়া বহাল থাকবে।