বাসভাড়া সমন্বয়ের বিষয়ে যা বললেন এনায়েত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের বাড়তি দামের সঙ্গে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে শনিবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন মালিকরা। আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পরীবাগে জ্বালানি তেলের দাম বাড়ানো ও গণপরিবহনের ভাড়া নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, ‘সরকার ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রাখব আমরা এবং সে অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে যান চলাচল স্বাভাবিক আছে। আমরা বলতে চাই, সরকার যেখানে ইতোমধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণ করার জন্য বিআরটিএ-কে নির্দেশ দিয়েছে এবং বিআরটিএ আমাদেরকে সভা আহ্বান করে আসতে বলেছে, তাহলে এখানে গাড়ি বন্ধ করার কোনো প্রশ্নই আসে না।

’এনায়েত উল্লাহ বলেন, সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক আছে। কোথাও কোথাও ডিজেলের অভাবে, কোথাও কোথাও পেট্রল পাম্প বন্ধ থাকায় বাস চলাচল কিছুটা কমেছে। এ ছাড়া সারা দেশে বাস চলাচল স্বাভাবিক আছে।