বিদায়ী সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

পতন থামছেই না

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে (৩১ জুলাই-০৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেওয়া ৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। গেল সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সপ্তাহের শুরুতে ইউনাইটেড ইন্স্যুরেন্সের উদ্বোধনী দর ছিল ৫১ টাকা ৩০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্মদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৮ টাকা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৩ টাকা ৩০ পয়সা বা ৮.৩৮ শতাংশ কমেছে। ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দরপতন তালিকার শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর ৫.৩১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা নিটল ইন্সুরেন্স শেয়ারদর কমেছে ২.৭১ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় অনন্য কোম্পানিগুলো হলো- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, এসইএম লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, দুলামিয়া কটন এবং ফরচুন সুজ।