লেনদেনের ২৯ শতাংশ ১০ কোম্পানির মুঠোয়

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে (৩১ জুলাই-০৪ আগস্ট)দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৫৮ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৭৮ টাকার শেয়ার ও ইউনিট। যার মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ৪৫০ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকা। এই ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ২৮.৬৮ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

শীর্ষ লেনদেনের ১০ কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, সোনালী পেপার,মালেক স্পিনিং, ডেলটা লাইফ ইন্সুরেন্স, ইন্ট্রাকো সিএনজি, আইপিডিসি ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, মতিন স্পিনিং এবং কেডিএস লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৪ লাখ ৬৬ হাজার ৪০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৩ কোটি ৬০ লাখ ৫ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনের ৭.১৯ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪৫ লাখ ১৩ হাজার ১৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৫ কোটি ৭৫ লাখ ৪২ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনের ৩.৮৭ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩ লাখ ৫৪ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনের ৩ শতাংশ।

লেনদেনের চতুর্থ দখল করেছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৬০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৭ কোটি ৯০ লাখ ৫৮ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনের ২.৯২ শতাংশ ।

লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে ডেলটা লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৬ লাখ ৮৫হাজার ৪৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩২ কোটি ৮৩ লাখ ৮৯ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনের ২.৬৩ শতাংশ।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৬ কোটি ২৫ লাখ ২২ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনের ২.৩০ শতাংশ।

লেনদেন তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি ৫১ লাখ ৫৫ হাজার টাকা।ডিএসইর মোট লেনদেনের ১.৮৩ শতাংশ।

লেনদেনের তালিকার অষ্টম স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭২ লাখ ৩২ হাজার ৫৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৬ কোটি ৩৪ লাখ ২২ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনের ১.৭১ শতাংশ।

মতিন স্পিনিং লেনদেন তালিকার নবম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১ লাখ ৭ হাজার ২৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৯৪ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনের ১.৬৬ শতাংশ।

কেডিএস লিমিটেড লেনদেন তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৮ লাখ ২১ হাজার ৪৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৯ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনের ১.৫৭ শতাংশ।