দর কমেছে যেসব কোম্পানির

পতন থামছেই না

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৯টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফেডারেল ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ফেডারেল ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ২৮ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৬ টাকা ৭০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬.৬৪ শতাংশ কমেছে। এতে করে ফেডারেল ইন্সুরেন্সের শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৫.০৩ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৪.৮১ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ৪.১০ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান ৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স ৩.৯৮ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ৩.৯৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স ৩.৭০ শতাংশ, এনআরবিসি ব্যাংক ৩.৬৮ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৩.৬৪ শতাংশ শেয়ার দর কমেছে।