এক্সপোজার লিমিট ক্রয় মূল্যে গণনার নির্দেশ দিলো বাংলাদেশ ব্যাংক

এক্সপোজার লিমিট

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা (এক্সপোজার লিমিট) বাজার মূল্যের পরিবর্তে ক্রয় মূল্যে গণনা করার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, “ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে ব্যাংক-কোম্পানি কর্তৃক অন্য কোন কোম্পানির শেয়ার ধারণের হিসাবায়নে পুঁজিবাজারে বিনিয়োগের উর্ধ্বসীমা (এক্সপোজার লিমিট) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ক্রয়কৃত মূল্যকেই বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করতে হবে।”

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়, শেয়ার, কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য পুঁজিবাজার নিদর্শনপত্রের বাজারমূল্য হিসাবায়নের ক্ষেত্রে এ নির্দেশ অনুসরন করার কথা বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক্সপোজার লিমিট নিয়ে মতামত জানানো হয়েছিল। সেখানে ব্যাংকের বিনিয়োগসীমা ক্রয় মূল্যে হিসাবায়নে সম্মতি প্রদান করে মন্ত্রণালয়।