শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

মার্জিন ঋণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। এদিন কোম্পানিটির ৯৯ কোটি ৩৯ লাখ ৬০ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির ৫৫ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে আইপিডি। কোম্পানিটির ৩৭ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মালেক স্পিনিং, ডেল্টা লাইফ, সোনালী পেপার, ইন্ট্রাকো, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড।