বিদেশেও মুক্তি পেতে যাচ্ছে হাওয়া

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি মুক্তির পর থেকেই সাফল্যের হাওয়ায় ভাসছে নিভে যাওয়া বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। প্রায় এক দশক পর দেশের হলগুলো হাউসফুলে যাচ্ছে। এমনকি হলিউড সিনেমা নামিয়ে সিনেমাহলগুলোতে হাওয়া সিনেমার পর্দা ওঠানো হয়েছে। মাল্টিপ্লেক্সগুলোতে তাৎক্ষণিক টিকিট পাওয়া যাচ্ছে না। দর্শকের চাপে দুই-তিনদিন আগে অগ্রিম টিকিট কিনে তারপর সিনেমাটি দেখতে হচ্ছে সবাইকে।

এদিকে দেশের সীমানা ছাড়িয়ে এবার হাওয়া মুক্তি পেতে যাচ্ছে দেশের বাহিরওে। আগামী ১৩ আগস্ট ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। এরপর ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়। তথ্যটি নিশ্চিত করেছে এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
হাওয়ার মুক্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় টিকিট বিক্রি শুরু হয়েছে। সেখানেও দেখা গেছে দর্শকের বিপুল আগ্রহ। টিকিট কেনার জন্য বাঙালি দর্শকরা ছুটে আসছেন মাল্টিপ্লেক্সগুলোতে।

শুধু এই চারটি দেশ নয়, ধারাবাহিকভাবে আরও বিভিন্ন দেশে ‘হাওয়া’ মুক্তি দেওয়া হবে।
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে। অনেক মাল্টিপ্লেক্সে সিনেমাটি আগামী ৪ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন ২৬টি শো চলছে।