ইসিতে আয়-ব্যয়ের হিসাব দেয়নি ১৩টি দল

নির্বাচন ভবন। ফাইল ছবি

নির্বাচন কমিশনের অধীনে দেশের মোট ৩৯টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। এগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২৬টি দল তাদের ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। মোট ১৩টি দল নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি । আইন অনুযায়ী টানা তিন বছর কমিশনে এ প্রতিবেদন দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে ইসির।

নিয়ম অনুযায়ী, ইসির নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বছরের আয়-ব্যয়ের হিসাব নিবন্ধিত নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করিয়ে পরবর্তী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। অডিট রিপোর্ট রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে ২৬টি দল তাদের অডিট রিপোর্ট জমা দিয়েছে। অন্য দলগুলো তাদের প্রতিবেদন জমার সময় বাড়ানোর আবেদন করেছে।

ইসি কর্মকর্তারা জানায়, গেল ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে পারেনি ১৩টি দল। এগুলো হচ্ছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ মুসলিম লীগ, গণফোরা