বড় উত্থানের পথে শেয়ারবাজার

দর বেড়েছে

দেশের শেয়ারবাজারে দীর্ঘ সময় ধরে চলা মন্দাভাবের পাশাপাশি ধারাবাহিক পতনের পর ফ্লোর প্রাইস ঠিক করে দেয় বিএসইসি। ফ্লোর প্রাইস ঠিক করে দেয়ার পর পরই টানা তিন দিন ধরে উত্থান হয়েছে শেয়ারবাজারে। প্রথম কর্মদিবসে সূচকের, দ্বিতীয় কর্মদিবসে লেনদেন এবং তৃতীয় কর্মদিবসে একই সঙ্গে সূচক ও লেনদেনের সম্মিলিতভাবে উত্থান হয়েছে।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ২৯০ টির, দর কমেছে ৩৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ২৬১ কোটি ৫৪ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৭৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৯ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৩টির কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর। সিএসইতে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।