বক্স অফিসে আবারো ঝড় তুলল দক্ষিণী সিনেমা

বলিউডকে ছাড়িয়ে ভারতজুড়ে প্রভাব বিস্তার করেছে দেশটির দক্ষিণাঞ্চলের সিনেমা।ভারতের বক্স অফিসে ঝড় তুলছে তামিল, তেলেগু ও কন্নড় ভাষার সিনেমাগুলো । অতিতের সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করছেন আল্লু অর্জুন, রামচরণ, যশ ও কমল হাসানেরা।

বর্তমান সময়ে আরও একটি দক্ষিণী সিনেমা বক্স অফিস বাজিমাত করছে। সিনেমাটির নাম ‘বিক্রান্ত রোনা’। গেল ২৮ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। মক্তি পাওয়ার চারদিনেই এটি ১০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

ছবি মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ৩৫ কোটি রুপি আয় করে ‘বিক্রান্ত রোনা’। এরপর চতুর্থ দিন পর্যন্ত এর আয়ের ধারাবাহিকতা অব্যহত আছে। যার ফলে শতকোটির ক্লাবে প্রবেশ করেছে। যেভাবে সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়ছে, তাতে বিশ্লেষকরা মনে করছেন, এটিও দক্ষিণী সিনেমার নতুন ধামাকা হিসেবে প্রতিষ্ঠিত হবে।