বাজারে ডলারের দাম কিছুটা কমেছে

ডলার কারসাজি

বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযানের কারনে নগদ ডলারের দাম কিছুটা কমেছে। ব্যাংকে নগদ ডলারের দাম ১ টাকা কমে এখন সর্বোচ্চ ১০৭ টাকায় বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার ব্যাংকগুলোয় সর্বোচ্চ ১০৮ টাকা দরে ডলার বিক্রি হয়েছিল ডলার।

এদিকে খোলাবাজারে ডলারের দাম ১ টাকা কমে ১০৮ টাকায় নেমে এসেছে। বৃহস্পতিবার ডলার বিক্রি হয়েছিল ১০৯ টাকা দরে। এর আগে মঙ্গলবার খোলাবাজারে ডলারের দাম সর্বোচ্চ ১১২ টাকায় উঠেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ৮টি মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানে ডলার বেচাকেনায় অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠান প্রতি ডলারে ১০ টাকা করে মুনাফা করেছে। একই সঙ্গে কয়েকটি মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানে বেআইনিভাবে অফিসিয়াল চ্যানেলের বাইরে নগদ ডলার বেচাকেনা হয়েছে।