ফ্লোর প্রাইসের পর সূচকের বড় উত্থানে লেনদেন

গেলো কয়েকদিনের টানা সূচক পতনের পর গেলো বৃহস্পতিবার বিএসইসি ফ্লোর প্রাইস দেয়। এরপর আজ রোববার (৩১ জুলাই, ২০২২) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। সকাল ১০ টা ২০ মিনিটে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮১ পয়েন্টে।

রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮১ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ৩২৩ টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। কমেছে ১৩ কোম্পানীর শেয়ার এবং দাম অপরিবর্তিত আছে ১৩ টি কোম্পানীর শেয়ার।